ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক স্টুডেন্টদের জন্য Spoken English Program
Date : 07 - May - 2025
প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিদেশে উচ্চশিক্ষা, এমনকি বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ইংরেজি বলার বা ইংরেজির সঠিক উচ্চারণের দক্ষতা অর্জন বেশ জরুরি। সেজন্যই Shahid Cadet Academy (Head Office) প্রতি বছরই ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক স্টুডেন্টদের জন্য Spoken English Program এর একটি স্পেশাল ব্যাচ চালু করে থাকে। এরই ধারাবাহিকতায় প্রিন্সিপাল জনাব ফয়সাল কবির সুমন স্যারের স্বাগত বক্তৃতার মাধ্যমে এবছরও একটি স্পেশাল স্পোকেন ইংলিশ প্রোগ্রাম ব্যাচ চালু করা হয়।